স্টাফ রিপোর্টার ॥ চিত্র নায়ক শাকিব খানকে মানহানি ও প্রতারণার মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার ম্যাজিষ্ট্রেট এর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করেছেন মামলার বাদী বানিয়াচংয়ের সিএনজি চালক ইজাজুল মিয়া। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন রিভিশন গ্রহণ করে নিম্ন আদালতের মূল নথি তলব করেছেন। গতকাল রবিবার রিভিশন মামলা শুনানীকালে সিনিয়র আইনজীবী এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন- কেউ আইনের উর্ধ্বে নয়। চিত্র নায়ক শাকিব খান প্রতারণা ও মানহানি মামলার অন্যতম প্রধান আসামী। তাকে বাদ দিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে, সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দিলেও নিম্ন আদালতের ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান তা গ্রহণ করেননি। বাদী পক্ষের মূল আইনজীবী এডভোকেট এম এ মজিদ বলেন- কোন ভিত্তিতে চিত্র নায়ক শাকিব খানকে মামলার দায় থেকে বাদ দেয়া হয়েছে তা সুস্পষ্ট নয়। তাছাড়া সাধারণত যে কোনো মামলার প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দিলে তা পুনঃতদন্তের আদেশ দেয়া হয়। শাকিব খানের বিরুদ্ধে দায়েরী মামলায় নিম্ন আদালতের ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান নারাজী আবেদন গ্রহণ করে মামলাটির পুনঃ তদন্তের আদেশ দেননি। নারাজী আবেদন না মঞ্জুর করে রাজনীতি সিনেমার পরিচালক ও প্রযোজককে আসামী শ্রেণীভূক্ত করে চিত্র নায়ক শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে ম্যাজিষ্ট্রেট আদেশ জারী করেছেন। যা বাদীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার সামিল। হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন আইনজীবীদের বক্তব্য শুনে ফৌজদারী রিভিশন গ্রহণ করেন এবং নিম্ন আদালতের মূল নথি তলব করেন।
উল্লেখ্য, রাজনীতি সিনেমায় চিত্র নায়ক শাকিব খান চিত্র নায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্যে পূর্ণ ডিজিটের একটি মোবাইল নাম্বার বলেন। যে মোবাইল এর মালিক হবিগঞ্জের বানিয়াচং এর সিএনজি চালক ইজাজুল মিয়ার। এরপর থেকে ইজাজুল মিয়াকে শাকিব খান ভেবে অসংখ্য ভক্ত ফোন করতে থাকে। এক পর্যায়ে তা বিড়ম্বের কারণ হয়ে দাড়ায়। অবশেষে চিত্র নায়ক শাকিব খানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইজাজুল মিয়া। মামলাটি হবিগঞ্জের গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম তদন্ত করেন। তদন্ত শেষে সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমদকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়া হয়। নায়ক শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান পুলিশের প্রতিবেদন গ্রহণ করার আদেশের বিরুদ্ধে রবিবার রিভিশন মোকাদ্দমা দায়ের করা হয়।