চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৯ জুন চুনারুঘাট সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নুর উদ্দিন সুমন। সাধারণ সম্পাদক খন্দকার আলা উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফরিদ আহমেদ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, ওয়ার্কাস পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, ডাক্তার শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, ডাক্তার শাহ মোঃ আলমগীর, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রুমন ফরাজী, বাহুবল উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এনামুল হক, চুনারুঘাট ব্যকস সদস্য সাজিদুল ইসলাম, বাংলাদেশ কৃশি বিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠিনক সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ম-সম্পাদক আজিজুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রায়হান আহেমদ, প্রচার সম্পাদক কাজী মিজান, দপ্তর সম্পাদক মোঃ রুবেল তালুকদার, নির্বাহী সদস্য মোঃ ওয়াহেদ আলী, সদস্য আঃ মালেক, জিলানী আখনজি, নাজিরুজ্জামান শিফন, সাইফুর রহমান রাব্বী, মোজ্জামেল হক, হারুন চৌধুরী, সাংবাদিক এস আর রুবেল, মোতাব্বীর হোসেন কাজল প্রমুখ।