স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে নুরুল আমিন চৌধুরীকে জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কারের আদেশ দেয়া হয়। দলীয় শৃংখলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক নুরুল আমিন চৌধুরীকে বহিস্কার করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়।