মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৪ শ ৫১ জন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির (চা শ্রমিক) মধ্যে এক কালীন অর্থ বিতরণ করা হয়। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৯ লাখ ২ হাজার টাকা বিরতণ করেন।
গতকাল বুধবার সকালে উপজেলার নয়াপাড়া চা বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সহসভাপতি রহম আলী, মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিন ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার , প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ ।