আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, চেয়ারম্যান আরিফুর রহমান, চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ। পরে প্রধান অতিথি আদাঐর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে নদী ভাঙনে ৫০ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে ২ বান করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। জেলা প্রশাসক বলেন স্মার্ট কার্ড একজন নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। মহাকাশে স্যাটালাইট উড্ডয়ন করে বিশ্বের বুকে মর্যাদাশীল জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।