শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে বিজ্ঞান মেলা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলায় ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে কৃষি ফলন, মৎস্য চাষ, শাকসবজি ফলন, শিল্পায়ন, যোগাযোগ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পরীক্ষামূলক উপস্থাপন সহ এর ব্যবহার ও যুগপযোগী পদ্ধতিতে নানা সরঞ্জামাদি তৈরী সহ শতাধিক স্টল বসানো হয়। মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শায়েস্তাগঞ্জ শিক্ষক সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি মাওলানা মোঃ খুর্শেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন-একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস শহীদ। শিক্ষক মোঃ আব্দুর রকিব এর পরিচালনায়- এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা প্রশাসক, মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষায় জাতিকে উন্নত করতে হলে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির দিকে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে এবং এ ব্যাপারে অবশ্যই শিক্ষার্থীকে নিয়মিত অধ্যবসায় চালিয়ে যেতে হবে।