প্রেস বিজ্ঞপ্তি ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহা-সচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতার করায় হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ পৌর শাখা ও জমিয়ত নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অহেতুক সরকার মুফতি ওয়াক্কাসকে গ্রেফতার করে নতুনভাবে আন্দোলনের সুচনা করলো। নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তির দাবী জানান। অন্যথায় কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে যা সরকার সামাল দিতে ব্যর্থ হবে। বক্তারা বলেন শাপলা চত্তরে নজিরবিহীন কান্ড ঘটিয়েছে। এখন সরকার শীর্ষ নেতাদের গ্রেফতার করে তৌহিদী জনতার কলিজায় আঘাত হানতে চায়। এর পরিনাম শুভ হবে না। নেতৃবৃন্দ গ্রেফতার হেফাজতকৃত নেতাদের মুক্তি দাবী করেন।
বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলার সহসভাপতি মাওঃ শামছুল হক ছাদী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, পৌর হেফাজতের সভাপতি আলহাজ্ব নুরুল হক, সহ-সভাপতি মাওঃ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওঃ আজিজুল কিবরিয়া ফোরকানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ ইয়াকুত, ছাত্র জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি মাওঃ তাফহিমুল হক, সহসভাপতি মুফতি মুশতাক, সাধারণ সম্পাদক মাওঃ মুনতাছির আলম সুহান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, নবীগঞ্জ থানা জমিয়তের সহসভাপতি মাওঃ ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ নাজমুল ইসলাম সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান প্রমুখ।
অপর দিকে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এর গ্রেফতারের প্রতিবাদে বানিয়াচং জমিয়তের পক্ষ থেকে গতকাল সোমবার এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় বড় বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক পথ সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন- জমিয়তের জেলা সেক্রেটারী আলহাজ্ব ফরিদ উল্লাহ, বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আঃ সাত্তার খান, সাধারণ সম্পাদক মাওঃ শায়খ মুখলিছুর রহমান, জেলা যুব জমিয়ত নেতা মাওঃ মামনূনুল হক, মাওঃ হাফিজ হিফজুর রহমান, মাওঃ আশিকুর রহমান, খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ ডাঃ বশীর আহমদ, জমিয়ত নেতা মাওঃ মুজিবুর রহমান, মাওঃ সাদিক আহমদ ও মাওঃ সাজ্জাদুর রহমান প্রমূখ।