মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রী বৃষ্টিকে ধর্ষনের পর হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের ছাত্র ছাত্রীরা। নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ব্র্যাক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রসঙ্গত ঃ গত ৯ নভেম্বর ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ইটাখোলা কাশিপুর গ্রামের শাহ শামসুল ইসলামের কন্যা শাহ জিনিয়া ইসলাম বৃষ্টিকে একই গ্রামের বখাটে যুবক আছিবুল ইসলাম শান্ত ঘরে একা পেয়ে জোরপূর্বক ধষর্নের পর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় বৃষ্টির মা ব্র্যাক বিদ্যালয়ের শিক্ষিকা শেখ হাজেরা বেগম হবিগঞ্জ আদালতে মামলা করলে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণীতে রেকর্ড ভূক্ত করে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে। কিন্তু অদ্যাবধি পুলিশ এ মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামীরা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বৃষ্টির মা বাবাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ অবস্থায় আসামীদের হুমকিতে বৃষ্টির মা বাবা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।