নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে কিশোর কাওছার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করছে পুলিশ। কাওছারের মস্তকবিহীন লাশ উদ্ধারের পর আটক একই গ্রামের দুরুদ মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শম্পা জাহানের আদালতে দুরুদ মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গতকাল রবিবার আরো একজনকে আটক করেছে পুলিশ। তবে কাওছারের মস্তক উদ্ধার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, গত ২৯ মে মঙ্গলবার সন্ধ্যার পর পানিউমদা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা চাতল গ্রামের দায়দর আলীর ছেলে কাওছার তাদের বাড়ির নিকটে বাড়ির পাশে একটি চা-দোকানে চা-খেতে যায়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার কাছুম আলীর ছেলে দুরুদ মিয়ার সঙ্গে বাড়ির ফেরার পথে নিখোঁজ হয় কাওছার। এরপর থেকে স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে কাওছারের পিতা নবীগঞ্জ থানায় একটি জিডি করেন। এরই মধ্যে গত শনিবার বিকেলে কাওছারের বাড়ি থেকে উত্তর-পবূ দিকে প্রায় দুই কিলোমিটার দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় একটি ডোবায় ভাসমান অবস্থায় স্থানীয় গরু রাখালরা মস্তকবিহীন লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মস্তকবিহীন লাশ উদ্ধার করেন। এরআগে খবর পেয়ে কাওছারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার জামাকাপড় দেখে লাশ শনাক্ত করেন। কাওছারের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পরপরই একই গ্রামের দরুদ মিয়া (২৬) ও জগলু মিয়া (২৮)কে আটক করে পুলিশ। গতকাল রবিবার দুরুদ মিয়াকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া গতকাল একই এলাকার নরুজ মিয়া নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো। তবে গতকাল রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত মস্তক উদ্ধারের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দুরুদ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতায় আতালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ (রবিবার) আরও একজনসহ মোট ৩জনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে মামলা তদন্তের স্বার্থে তা এখনও বলা যাচ্ছেনা তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজন জড়িত রয়েছে । জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।