স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম গতকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সকালে হবিগঞ্জ পৌর এলাকার ফৌজদারী ও দেওয়ানী আদালত, মাছুলিয়া আখড়াসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় জেলা আওয়ামীলী যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, অ্যাডভোকেট আখল মিয়া, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট ফয়জুল গণি কাইজার, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাশু দাশ গুপ্ত, অ্যাডভোকেট সামছুল আলম উজ্জ্বল, ইকবাল হোসেন ভূইয়াসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলার রিচি, লুকড়া, লস্করপুর, নুরপুর, নিজামপুর, রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।