শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার দেউন্দি সড়কে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক অনেক শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনের সাথে সামঞ্জস্যপূর্ন নয়- ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সাদিকের জানাযায় মানুষের ঢল ॥ দাফন সম্পন্ন পইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু আজমিরীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা নবীগঞ্জে নারী ও শিশু মামলা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন

আজমিরীগঞ্জে রমজান মাসেও এন্ডিং জুয়া

  • আপডেট টাইম সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৫০৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পবিত্রতম রমজান মাসেও জমজমাট হয়ে উঠেছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়ার আসর। জুয়াখেলায় হেরে ঋণের বোঝা মাথায় নিয়ে এলাকা ছাড়া হয়েছে শত শত জুয়ারি।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা সদরে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা শুরু হয়েছিল। প্রায় ৩ বছর পূর্বে ১০ টাকায় ৭০০ টাকা দেয়ার ঘোষনায় অনলাইনের ওই জুয়াখেলাটি জনপ্রিয় হয়ে উঠে এলাকার জুয়ারিদের নিকট। এদিকে জুয়াখেলাটি অনলাইন ভিত্তিক হওয়ায় আইন শৃংখলা বাহিনী সদস্যদের ওই জুয়াখেলার বিরুদ্ধে তেমন কোন তৎপরতা নেই বললেই চলে। যার কারণে গত ৩ বছরে ওই জুয়াখেলায় অংশ নিয়ে পৌর এলাকা সহ সদর ইউনিয়ন, জলসুখা ও কাকাইলছেওয়ের অনুমানিক প্রায় ৫ শতাধিক জুয়ারি ঋণগ্রস্থ হয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ ইত্যাদি জায়গায় পাড়ি জমিয়েছে। আবার কেহ জুয়ার ঋণের টাকা পরিশোধ করতে বসতভিটা ও জমিজমা বন্ধক অথবা বিক্রী করে দিয়েছে। অনলাইন ভিত্তিক জুয়াখেলাটি পরিচালিত হয় মূলতঃ ভারতের আসাম রাজ্যের শিলংএ। আজমিরীগঞ্জ সদরে ওই জুয়াখেলার সাব-এজেন্ট রয়েছে ১৫ থেকে ২০ জন। এদের অধীনে মৌরী অর্থাৎ জুয়ার টাকা সংগ্রহকারী রয়েছে শতাধিক। তারা সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কমিশনের ভিত্তিতে সাধারণ লোকজনের নিকট জুয়ার টাকা সংগ্রহ করে। তবে ওই সাব এজেন্টদের নিয়ন্ত্রণ করে সিলেটের কোম্পানিগঞ্জের এজেন্টরা। জুয়াখেলায় অংশগ্রহণকারীদের সিংহ ভাগই এলাকার শ্রমজীবী, দিনমুজুর ও খেটে খাওয়া লোকজন। ১ম রাউন্ডে ১০ টাকায় ৭০০ টাকা ও ২য় রাউন্ডে ১০ টাকায় ৬০০ টাকা পাওয়ার আশায় অর্থাৎ হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ওই জুয়াখেলায় অংশ নিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা আজমিরীগঞ্জে দ্বায়িত্বে থাকাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্ধ-শতাধিক এন্ডিং জুয়াখেলায় জড়িত জুয়ারি। সাব-এজেন্ট ও টাকা সংগ্রহকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন। এতে আজমিরীগঞ্জে ওই জুয়াখেলা বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়। তিনি বদলি হওয়ার পর আবারও মাথাচাড়া দিয়ে উঠে জুয়ারিরা। এ ব্যাপারে পুলিশ জানায়, জুয়াখেলার ওয়েবসাইট বন্ধ করে দিলে এমনিতেই বন্ধ হয়ে যাবে। এ ছাড়া আজমিরীগঞ্জে বেশদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য থাকায় আটককৃত জুয়ারিদের ভ্রাম্যমাণ আদালত উপস্থিত করানোর কোন উপায় নেই। এদিকে সম্প্রতি আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার যোগদান করায় এলাকাবাসীর মনে আশার সঞ্চার হয়েছে, যে এবার এন্ডিং জুয়ারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com