প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার ১৫ রমজান বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জ বার লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে “অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি ও দারিদ্র বিমোচনে যাকাতের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম-সাংগঠনিক সচিব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাস বান্দাদের আত্মশুদ্ধির মাস। এ মাসে বান্দাগণ সারাদিন উপবাস থেকে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা পালন করে থাকে। রোজার প্রতিদান আল্লাহ্ নিজ হাতে দিবেন। তাই আমাদের উচিত নিজে রোজা রাখা ও অন্যকে রোজা রাখতে উৎসাহিত করা। এতে বিশেষ অতিথি ছিলেন, এম জি মুহিত, ইসলামী ফ্রন্টের উপদেষ্টা অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওঃ আজিজুল ইসলাম খাঁন, মোহাম্মদ জাহিদুল ইসলাম বিএসসি, মাওঃ আবুল খায়ের শানু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল মোস্তাফা, বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওঃ মুফতি খাইরুদ্দিন, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, হাফেজ এবাদুল হক এবাদ, এনামুল হক মানিক, হাবিবুর রহমান হাবিব, মোশাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, কাজী হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরুদ্দীন। সৈয়দ মুহাম্মদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল স্টারের সত্ত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশীদ, এম এ কাদির, আব্দুল আউয়াল সুমন, আফছার আহমদ, জালাল উদ্দিন, শাহিন আহমদ, আল-আমিন ইসলাম, আবু তাহের, জুনাঈদ আহমদ, খোকন আহমদ, শফিউল আলম মাহিন প্রমুখ।