শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভাতিজাদের হাতে চাচা খুনের অভিযোগ হবিগঞ্জে ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ॥ বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ পুটিজুরীর বাঁশপাতা রেস্টুরেন্ট এলাকায় জনতার হাতে যুবতী আটক ॥ মুহিম এর পলায়ন শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ বিএনপি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায় নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান রানার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি ও ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ সম্মেলন জেলা কমান্ড্যান্ট ॥ জোৎস্না বেগম জোনাকী নিজের অপকর্ম ঢাকতে কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন নবীগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী সাদিক নিহত হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ নবীগঞ্জ প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা বানিয়াচংয়ে কৃতি ফুটবলার বি রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১৭ রমজান। ২ হিজরীর এই দিনে ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র লড়াই (কিতাল) মদিনা মনওয়ারা হতে ৮০ মাইল দক্ষিণে লোহিত সাগর অবস্থিত বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল। সে দিন ছিল ৬২৪ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ শুক্রবার। এ যুদ্ধ গাযওয়ায়ে বদর নামে অভিহিত হয়। এ যুদ্ধে মুসলিম বাহিনীর সিপাহসালার ছিলেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম। এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। মক্কার কাফির মুশরিক বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল সহস্রাধিক। তাদের অস্ত্রশস্ত্রও ছিল প্রচুর। কিন্তু মুসলিম বাহিনীর তেমন কোন অস্ত্রশস্ত্র ছিল না। সেই রমজানেই তারা আল্লাহর বিধান অনুযায়ী সিয়াম পালন করছিলেন। তাঁদের সেই মজবুত ইমান এবং অপরিসীম নবীর প্রেম।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ১৬ রমজান বৃহস্পতিবার বদর প্রান্তরে এসে উপস্থিত হন। এখানে পানির সংকট প্রকটভাবে দেখা দেয়। রাতের বেলায় আল্লাহর রহমতে মুসলদারে বৃষ্টি হওয়ায় পানি সংকট দূরীভূত হয়। প্রিয়নবী (সাঃ) সারারাত সিজদারত অবস্থায় কাতর স্বরে পাঠ করেন, ইয়া হাইয়্যূ, ইয়া কাইয়্যূম। সুবিহসাদিক হলে তিনি সিজদা থেকে উঠে সাহাবায়ে কেরামকে জাগালেন এই বলে, আল্লাহর বান্দারা জাগো, জাগো, সালাত সালাত। তার ইমামতিতে সবাই ফজরের নামাজ আদায় করলেন। তারপর সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তিনি বললেন ঃ আল্লাহ তোমাদের যে কাজে উৎসাহিত করেছেন আমিও তোমাদের সেই কাজে উৎসাহিত করছি। যুদ্ধের সময় ধৈর্য্য ধারণ করলে আল্লাহ বিপদ কাটিয়ে দেন। এ চিন্তা দূর করে দেন। ১৭ রমজান শুক্রবার ভোর বেলা যুদ্ধ শুরু হল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম সারিবদ্ধভাবে মুজাহিদগণকে দাঁড় করিয়ে তাঁদের বললেন, দুশমন নিকটবর্তী হলে তীর ছুড়বে। তারা আক্রমণ না করলে তোমরা আক্রমণ করো না।
তিনি আরো বললেন, যখন তারা তোমাদের সামনাসামনি হনে তখন তাদের প্রতিরোধ করবে। তিনি হাত তুলে মোনাজাত করলেন এই বলে, হে আল্লাহ, যে কুরাইশ দল তোমার সাথে দুশমনী করছে তোমার ইবাদত অস্বীকার করছে তোমার রসূলকে মিথ্যা প্রতিপন্ন করছে। সেই কুরাইশ দল এগিয়ে আসছে গর্বের সঙ্গে, অহঙ্কার সহকারে। হে আল্লাহ তুমি সাহায্য দানের ওয়াদা করেছ, তুমি সাহায্য করো। হে আল্লাহ ওদের হালাক করে দাও।
বদরের যুদ্ধ আল্লাহ জাল্লা শানুহুর সাহায্য অবতীর্ণ হয়েছিল। কুরান মজিদে ইরশাদ হয়েছে বদরের যুদ্ধে তোমরা যখন হীনবল ছিলে আল্লাহই তো তোমাদের সাহায্য করেছিল। (সূরা আল ইমরান ঃ আয়াত ১২৩) বদরের যুদ্ধের এই বিজয় ইসলামের সুদূরপ্রসারি বিজয়ের সুরম্য সড়ক নির্মাণ করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com