স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে শায়েস্তানগর এলাকায় ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রির অপরাধে শাহজালাল রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, মধুকানন রেস্টুরেন্টকে ৫০০ টাকা, মুহিবুর স্টোরকে ১ হাজার টাকা, সদর হাসপাতাল এলাকার স্বাধীন বাংলা রেস্তোরাকে ১ হাজার টাকা এবং ওজনে কম দেওয়া, ইফতারে ক্ষতিকর রাসায়নিক দেওয়া, ঢাকনাবিহীন পাত্রে ইফতার বিক্রিসহ একাধিক অপরাধে কোর্ট স্টেশন রোডের জয়দ্বীপ মিষ্টান্নকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৪০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।