স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আগামী নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে সকল বিবেদ ভুলে গিয়ে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে সরকারের যে সফলতা এবং উন্নয়ন কর্মকান্ড তা জনগণের কাছে তুলে ধরতে হবে। মনে রাখতে হবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ষড়যন্ত্রকারীরা তত অপপ্রাচারের তৎপরতায় লিপ্ত থাকবে। তাদের ব্যাপারে সকল নেতাকর্মীর চোখ-কান খোলা রাখতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রমতায় নিয়ে অসাতে হবে। শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার ও সদস্য এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা জাপার সদস্য সচিব শংকর পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, আরব আলী, এডঃ মোঃ আলমগীর চৌধুরী, মুকুল আচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমেদ, মর্তুজা হাসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, সম্পাদক মন্ডলীর সদস্য এডঃ মনোয়ার আলী, সেলিম চৌধুরী, শামীম আহমেদ, মোঃ আলমগীর খান, এডঃ হুমায়ুন কবীর চৌধুরী সৈকত, উপ-সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগ সদস্য ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এডঃ সৈয়দ আফজাল আলী দুদু, এডঃ কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, জেলা তাতীলীগের সভাপতি মোঃ মুদ্দত আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা মৎস্যজবীবী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।