নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ ২০ মার্চ এ নির্বাচনকে ঘিরে ১টি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রার্থী দুজন হচ্ছেন ৩ বারের নির্বাচিত এলাকা পরিচালনক এডঃ ফারুক আহমদ (বাল্ব) ও তরুন সমাজকর্মী সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হমায়ুন কবীর (ছাতা)। যেখানেই অনুষ্টান ও সভা সমাবেশ সেখানেই প্রার্থীরা গিয়ে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট ও দোয়া, আশীর্বাদ প্রার্থনা করছেন। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনার কোন কমতি নেই। মানুষের দৈনন্দিন জীবন যাপনে বিদ্যুত একটি গুরুত্বপূর্ন খাত হওয়ায় এ নির্বাচনকে সচেতন মহল গুরুত্বের সাথে বিবেচনা করছেন। নির্বাচনকে দুজনই প্রেষ্টিজ ইস্যু মনে করছেন। বর্তমান পরিচালক ফারুক আহমদের পদে পুনরায় ধরে রাখার লড়াই আর হমায়ুন কবীর বিজয়ী হওয়ার জন্য তাজ করছেন। নবীগঞ্জের ২ নং বড় ভাকৈর পূর্ব, ৭ নং করগাও, ৮ নং নবীগঞ্জ সদর, ৯ নং বাউসা, ১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভা এলাকাসহ এ নির্বাচনে মোট ভোটার হলেন ৫ হাজার ৭ শত ৭৮ জন। ৩ বছর মেয়াদী এ পরিচালক পদের নির্বাচিত প্রতিনিধি কে হবেন তা এখন ভোটারদের মুখে মুখে আলোচনা হচ্ছে।