প্রেস বিজ্ঞপ্তি ॥ মাতৃদুগ্ধের অমৃতধারা মাতৃভাষার মধ্যে সঞ্চারিত আছে। তাই মাতৃভাষার সাহায্য সাহিত্য সংস্কৃতি অতি সহজেই ফুটিয়ে তুলা যায়। যেমন ফুটিয়ে তুলেছেন বাঙ্গালী মনন মনীষার দুই শ্রেষ্ট প্রতভা কবি গুরু রবীন্দ্রণাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য সংস্কৃতি নিয়ে কথা ভাবলে দুই শ্রেষ্ট প্রতিভার কথাই ঘুরে ফেরে আসে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় আর.কে মিশন রোডস্থ ফুড প্যালেস চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে হবিগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ ওয়াহিদের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য প্রদান করেন প্রফেসর ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, শচীন্দ্র ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক লতিফ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক গৌথম সরকার, বাংলা বিভাগের প্রভাষক বিন্দুর কান্তি দাস, মৌচাক সাহিত্য পরিষদের এডমিন কবি বাদল কৃষ্ণ বণিক, কবি ও সাংবাদিক অপু চৌধুরী, প্রধান শিক্ষক এম.এ ওয়াহেদ, ভালবাসার গান ও কবিতা গল্প কথা বিভাগীয় সমন্বয় মনছুর আহমেদ, এডঃ তকম্মুল হোসেন অপু, ইফতেখার তরফদার তারেক, আবু বকর শান্ত প্রমূখ।