মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামে গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়-গোপন সূত্রে খবর পেয়ে থানার এস.আই জাহিদুল ইসলাম, কামাল হোসেন, মোজাফর এর নেতৃত্বে পুলিশ ওই দিন রাত ১০টা দিকে হাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আদিল হোসেন (২৭) ওরপে আদুর বাড়ীতে অভিযান চালায়। এ সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা উদ্ধার ও আদিল হোসেনকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।