প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন খাঁনকে ৭নং বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের পূনঃ সমর্থন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩-টায় কালাইনজুরা প্রাইমারী স্কুল মাঠে এক জরুরী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ছালেক মিয়া, ইউপি সহ-সভাপতি ওমর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মজিদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, ইউপি আওয়ামীলীগ নেতা কামাল মিয়া, লুৎফুর রহমান, মুহিবুর রহমান, ক্বারী আঃ মজিদ, বশর উদ্দিন, আলতাবুর রহমান, অদুদ মিয়া, সিরাজুল ইসলাম, আফজল মিয়া, জামাল মিয়া, মনহর মিয়া, ইসলাম উদ্দিন, নুর ইসলাম, আব্দু সহিদ, হেলাল মিয়া, রজব আলী, হুমায়ুন আখন্জি, স্বাধীন মিয়া, আল-আমিন, নিজাম মিয়া, আঃ রকিব, কলিম উল্লা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মছব্বির, ইউপি যুবলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল হক সুজন, ছাত্রলীগনেতা জুনেদ আহমদ, সুহাগ মিয়া, কৃষকলীগের আহবায়ক হারুন মিয়া প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূনঃ সমর্থন জানিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খাঁনকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।