নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারে ইজারাদারের দৌরাত্ম্যে চরম অতিষ্ট হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ। নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌর ইজারাদার নানু মিয়া ও তার ভাই ছানু মিয়াসহ তাদের মনোনীতরা ইচ্ছামাফিক যত্রতত্র স্থানে দোকান বসিয়ে টোল আদায় করছেন। তাদের বিরুদ্ধে শহরের নতুন বাজার এলাকায় ফুটপাতে দোকান বসিয়ে ১ শত থেকে ৫ শত টাকা করে টোল আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়া নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কয়ার এলাকায় ডিভাইডারের উভয় পাশে বসানো হয়েছে বিভিন্ন ফল ও সবজির দোকান। এসব কারণে শহরে যানজট তীব্র আকার ধারণ করছে। বিষয়টি জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ভুক্তভোগিরা।