মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ২ কোটি ১৫ লাখ ১০ হাজার ৮২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সচিব বাবুল চন্দ্র রায় এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান। উন্মুক্ত বাজেট অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বড়বাজার ব্যকস এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক খাইরুল বাশার সোহেল, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ শাহেদ আলী, হাফিজুর রহমান, শিক্ষক দীপু চন্দ্র গোপ, রিপন চৌধুরী, সাংবাদিক ইয়াছিন আরাফাত, খেলু মিয়া, ইউপি সদস্য মুখলেছুর রহমান, মোবারক মিয়া, মিজানুর রহমান, আঃ শাহেদ, লোকমান মিয়া, তৌহিদুল মাহমদ, সুজেতা বেগম, ছফুরা খাতুন প্রমুখ। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ২ কোটি ১৫ লাখ ১০ হাজার ৮২৪ টাকার খসড়া বাজেট পেশ করেন চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। পরে শ্রেষ্ট করদাতা হিসেবে অত্র ইউনিয়নের আহমদ জুলকার নাইন, আলহাজ্ব জয়নাল আবেদীন ও আলহাজ্ব সাবাজুর রহমানকে ক্রেষ্ট প্রদান করা হয়।