স্টাফ রিপোর্টার ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদ অডিটরিয়ামে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। জেলা বিএনপির সহ সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী ও এডঃ হাজী নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর”ল ইসলাম নানু, লাখাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুল আউয়াল, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তানভির আহমেদ জুয়েল, বানিয়াচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিন, জেলা মৎস্যজীবিদলের সভাপতি এডঃ মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি প্রমুখ।
আলোচনা সভার পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আয়াতুল ইসলাম।