স্টাফ রিপোর্টার ॥ বিরল রোগে আক্রান্ত হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পৈল রোড এলাকার বাসিন্দা কামরুল হাসানের মেয়ে তাকলিমা জাহান নিত (১১)কে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম। গতকাল বুধবার দুপুরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিতুদের বাসায় গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন এবং সান্ত্বনাস্বরূপ ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা তার হাতে তুলে দেন। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক দিক বিবেচনায় তিনি নিতুকে দেখতে যান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিতুর পিতা কামরুল হাসান এবং মাতা জোস্না উপস্থিত ছিলেন।
পলজেরিয়া রোগে আক্রান্ত নিতুর পিতা কামরুল হাসান এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানান, পলজেরিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশ্বে মাত্র তিনজন। তারমধ্যে তাঁর মেয়ে একজন। এই রোগের ভালো কোন চিকিৎসা নাই এবং যতটুকু আছে তা খুবই ব্যয়সাধ্য। নিতুর চিকিৎসা করাতে গিয়ে তিনি অনেক টাকা ব্যয় করেছেন বলে জানান। তিনি সমাজের সচেতন মানুষের কাছে তার মেয়ের চিকিৎসার্থে সব ধরণের সহযোগিতা কামনা করেন।
প্রতিক্রিয়ায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম নিতুর চিকিৎসায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।