প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের হল এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া। ইউপি সচিব মোঃ নূরুল হুদা চৌধুরীর পরিচালনায় এতে অন্যন্যার মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য, আনোয়ার হোসেন, খালেদ মোশারফ, রমজান আলী, হাজী দুলন মিয়া, আব্দুর রউফ, রজব আলী, কাজল মিয়া, সামছু মিয়া, সংরক্ষিত মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, সাহিদা আক্তার। এছাড়া উক্ত বাজেট সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরে অত্র ইউনিয়নে প্রায় ২ কোটি টাকার বাজেট ঘোষনা করেন।