স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামে এক গৃহবধুকে শ্লীলতাহানী চেষ্টা করে ৩ সন্তানের জনক সুমন মিয়া (৩২)। এ ব্যাপারে গৃহবধুর পিতা সদর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গৃহবধুর স্বামী দীর্ঘদিন ধরে সিলেট সিএনজি চালিয়ে আসছে। এ সুবাদে স্বামী সিলেট অবস্থান করায় ১ সন্তানের জননী গৃহবধু পিত্রালয় রাজিউড়াতে অবস্থান করছেন। ফলে পার্শ্ববর্তী বাড়ির মৃত আলাই মিয়ার পুত্র ৩ সন্তানের জনক সুমন মিয়া ওই গৃহবধুকে প্রায়ই উত্যক্ত করতো। গতকাল রাত ৯ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে সুমন ওই গৃহবধুর ঘরে প্রবেশ করে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় সে ও তার বোনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ধস্তাধস্তিতে আহত গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।