স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি শাহ আলমের নেতৃত্বে পুলিশ গতকাল রাতে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানকালে শহরতলীর বড়বহুলা এলাকা থেকে ওই গ্রামের মৃত দেলোয়ার আলমের পুত্র নুর আলম (৩৮) ও মৃত মশ্বব আলীর পুত্র সেলিম মিয়া (৩৫)কে আটক করা হয়। এছাড়া ডিবির এসআই মুসলিমের নেতৃত্বে উমেদনগর নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রফিক মিয়া (২৫) ও মশলিশপুর গ্রামের মৃত মজলিশ মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৮)কে আটক করেন। আটককৃত ৪ জনের নিকট থেকে ১৫০ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়।