নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্মানজনক ডি-লিট ডিগ্রীতে ভূষিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্টিত এক পথসভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজুর পরিচালানায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, সদস্য আল আমিন খান, রায়হান চৌধুরী, হাবিবুল্লাহ রুহেল, রুবেল রায়, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শুভ, নাঈম বেগ, সানি, আমিন কামাল, জাবরুল খান, পিংকু চৌধুরী, ইমরান, তারেক, তায়েফ, দুলাল, জুয়েল, ফজর রাব্বি, আলম, সাকিল ও আব্দালসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।