নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের দিনারপুর এলাকার মাদক ব্যবসায়ী শাহেল আহমদ (২৮)কে পুলিশ আটক করলেও পরিবারের সদস্যরা কৌশলে ছিনিয়ে নিয়ে গেছে। দিনারপুর পরগণার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামে গতকাল রাতে এ ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের আব্দুস সোবানের পুত্র। সূত্রে জানা যায়, মাদক মামলার পলাতক আসামী শাহেল আহমদকে গ্রেফতারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মোবারক হোসেনের নেতৃত্বে ও এএসআই সালাহ উদ্দিন, এএসআই চিত্ত রঞ্জন সহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। পুলিশ শায়েলকে জনতা বাজারের নিকটবর্তী একটি আইসক্রিম ফ্যাক্টরির সামন থেকে আটক করে। এ খবর পেয়ে শায়েলের পরিবারের সদস্যরা কৌশলে পুলিশের নিকট থেকে শায়েলকে নিয়ে যায়।
এব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই এসআই মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শায়েলকে ধরতে গেলে তার আত্মীয় স্বজন বাধা দেয়।