স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। সকলকে এ কথা জানাতে হবে যে, আমাদের জন্মভূমিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সকলের মধ্যে দেশপ্রেম থাকলে বাংলাদেশের অগ্রযাত্রাকে যে কোনো অশুভ শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।
সোমবার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা অর্জনে আমরা অনেক দূর এগিয়েছি। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো’র পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ুন কবীর সৈকত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা আওয়মী লীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেল হোসেন প্রমুখ। ইফতার মাহািফলে লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ওয়র্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।