স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে শায়েস্তগঞ্জ-লাদিয়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত মালাকার জানান, রোববার সন্ধায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সোমবার সকালে মর্গে প্রেরণ করে। তিনি বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া কিভাবে মারা যেতে পারে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে। ধারণা করা হচ্ছে মরদেহটি মুসলিম ও মানসিক প্রতিবন্ধি ছিলেন।