নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সীমান্তিকের উদ্যোগে এবং ইউএসএআইডি ও এসএমসির সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা হয়েছে।
গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র্যালি ও সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। ছফিনা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইফতেখার হোসেন চৌধুরী, অজিত কুমার দাশ, নতুন দিনের ডিষ্ট্রিক্ট টিম লিডার শরিফ আল মঞ্জিল, সাংবাদিক ছনি চৌধুরী, ফাতেমা-তুজ-জোহরা, ইদ্রিছ আলম, শাহাদাত হোসেন, আব্দুল মতিন, জনা পাল প্রমুখ। অনুষ্ঠানে আব্দুল জলিলসহ মা-মনি ও হীড বাংলাদেশের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন ।