স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভুয়া সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা মামলার পলাতক আসামী জয়নাল আবেদীন (২২)কে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত জয়নাল চুনারুঘাটের নোয়াগাও গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি মোঃ আনোয়ার হোসেনসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জয়নাল আবেদীন সিআইডি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।