চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই যুগেরও বেশি সময় ধরে দিন মজুরী ছেড়ে গাঁজা ব্যবসায় জড়িয়ে রীতিমত বড়লোক বনে যায় হাছন আলী। সে উপজেলার (কড়ইটিলা) সুন্দরপুর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে। জমি-জমা খরিদ সহ তৈরী করে বিলাশ বহুল বাড়ী-ঘর। ছেলেরা টোকাই থেকে হয়ে যায় কেউ বড় ব্যবসায়ী কেউ প্রবাসী। হাছন আলীর দেখাদেখি তার পাড়ার আরো অনেকেই শুরু করে একই ব্যবসা। ধীরে ধীরে এলাকা ছেয়ে যায় গাঁজায়। দিন মজুর হাছন আলী পরিচিত হয়ে যায় গাঞ্জা চাচা হাছন আলী হিসাবে। জনমনে প্রশ্ন জাগে তবে কি আইনের হাতে ধরা পড়বে না যুব-সমাজ ধ্বংসকারী এই মাদক সম্রাট। অবশেষে জনগনের সেই প্রশ্নের জবাব দিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। গতকাল রবিবার সকাল ৮টায় ২ কেজি গাঁজা সহ আটক করলেন ব্যবসায়ী হাছন আলী (৬৫) কে। জনমনে স্বস্থি ফিরলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চুনারুঘাট থানাকে ধন্যবাদ জানালেন। এর ধারাবাহীকতা অব্যাহত রেখে এলাকার চিহ্নিত অন্যান্য মাদক চোরাকারবারীদের গ্রেফতারের দাবী জানান।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান জানান, হাছন আলী খুব কৌশলী একজন ব্যবসায়ী। সে সরাসরি নিজে কিছু না করে এলাকার দারিদ্রদের ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতো। যে কারণে তাকে পুলিশ ধরতে সময় লেগেছে। তবে, তাঁর বর্তমান ফোর্স চৌকস হওয়ায় সহজেই তাকে গ্রেফতার সম্ভব হয়েছে। যখনী গোপন সংবাদ এসেছে হাছন আলী গাঁজা নিয়ে নিজে বের হয়েছে একদল পুলিশ নিয়ে গিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে ২ কেজি গাঁজা উদ্ধারের মামলা রয়েছে। গ্রেফতারকৃত হাছন আলীর হাতে প্রায়ই তাসবিহ ছড়া থাকতো।