নবীগঞ্জ প্রতিনিধি ॥ এডঃ আবু জাহির এমপি বলেছেন, আগামীতে নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠকে আধুনিক ষ্টেডিয়ামে রূপান্তরিত করা হবে। খেলাধুলা যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বিরত রাখে। তাই একজন ভাল খেলোয়ার গড়ে তোলতে শরীর চর্চার কোন বিকল্প নাই। তিনি আওয়ামীলীগ ও মহাজোট সমর্থিত প্রার্থী আলমগীর চৌধুরীকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। তিনি গত রবিবার রাতে নবীগঞ্জ হাই স্কুল মাঠে নবীগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুর জাহান চৌধুরী প্রমূখ।
পরে প্রধান অতিথি এমপি আবু জাহির বিজয়ী দলের অধিনায়ক ওহি চৌধুরীর হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও রানার্স আপ দলের অধিনায়ক মনোয়ার হোসেন লিপুর হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন।