স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল লেইছ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আহমেদ আলী। আমিনুল ইসলাম চৌধুরী শামীম ও মোঃ মুহিবুর রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কাউন্সিল ইউকে শাখার আজীবন সদস্য ও চিপ কো-অডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ এম এ মুমিন চৌধুরী বুলবুল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি শাহ কিম্মত আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল গণি চৌধুরী। বক্তব্য রাখেন সহ-সভাপতি এডঃ এস এম বজলুর রহমান, এডঃ এস এম আলী আজগর, মোঃ খায়রুল আলম চৌধুরী, মোঃ রজব আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এন এম ফজলে রাব্বী রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন আনার, আইন বিষয়ক সম্পাদক এডঃ মাহবুব জামান সিদ্দিকী লিপন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ টিপু, নির্বাহী সদস্য মোঃ ফজলু মিয়া, আহমেদ জামান খান শুভ, মোঃ মুজিবুর রহমান, মোঃ ফজল মিয়া, মোঃ সুমন আহমেদ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষনের উপর গুরুত্বারুপ করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ জাহির মিয়া।