স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশী হাবিলীর মৃত সৈয়দ এনামুল করিম ছক্কত মিয়া ওরপে পাগলা মিয়ার স্ত্রী ও সৈয়দ আমিরুল করিম সোহাগ মিয়ার মা সৈয়দা মাজেদা বেগমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় সুলতানশী হাবিলীর মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমার জামাতা শাহ জাহিদুল আমিন খোকন। মরহুমার জানাযার নামাজে এলাকাবাসী ও বিভিন্ন স্থানের মুরীদানসহ হাজারো মানুষের ঢল নামে। জানাযার নামাজে সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ আলী ও সৈয়দ রফিকুল হোসাইনী চিশতীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জানাযার নামাজ শেষে সুলতানশীর নতুন হাবিলীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।