স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ব বেড়েছে। পুলিশের সাঁড়াশি অভিযানে দালালরা পালিয়ে গেছে। সদর হাসপাতালে দিন দিন দালালদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। গ্রামগঞ্জ থেকে আসা রোগীদের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে কতিপয় দালালরা। সম্প্রতি হাসপাতালের একটি জরুরি সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-লাখাই’র আসনে এমপি আলহাজ্ব এডঃ আবু জাহির দালালদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এই আদেশ উপেক্ষা করে কতিপয় হাসপাতালের কর্মচারীদের যোগসাজসে দালালরা অবাধে বিচরণ করছে। রোগীরা আসলেই দালালরা টানা হেচড়া করে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল। আবার কেউ কেউ তাদের প্রলোভন দিয়ে টাকা পয়সাও হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে প্রায়ই রোগীর সাথে দালালদের বাক-বিতন্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে চলছে।
বিষয়টি প্রশাসনের মধ্যে আলোচনা সৃষ্টি হলে সদর হাসপাতাল থেকে বেশ কয়েক জন দালালের তালিকা সদর থানায় দিলে গতকাল বুধবার সদর থানার পুলিশ হাসপাতালে সাঁড়াশি চালায়। এ সময় দালালরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, মাদক ব্যবসায়ীদের পাশাপাশি দালালদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।