স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সোয়া ১০টার দিকে দৌলতপুর ইউনিয়নের শাখাইতি-দমারগাও গ্রামের মধ্যবর্তী খালিঘাট এলাকায় বিবিয়ানা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ৮টার দিকে স্থানীয়রা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বানিয়াচং থানায় খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।