স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আলফাজ মিয়া (২৫) নামে প্রতিবন্ধি এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সে ওই উপজেলার মক্রমপুর গ্রামের মৃত আলী রহমানের পুত্র। নিহতের খালা হেলেনা বেগম জানান, আলফাজ মিয়ার ছোটবেলায় টায়ফয়েড রোগে আক্রান্ত হয়ে দুটি পা বিকল হয়ে যায়। গতকাল সকালে বিষাক্রান্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে।