প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৩১ মার্চ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী শেখ বশির আহমদকে সমর্থন দিয়েছেন বানিয়াচঙ্গ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব-জমিয়ত, ছাত্র-জমিয়ত। তারা ঘোড়া মার্কাকে বিজয়ী করার প্রত্যয় ব্যাক্ত করেন। গতকাল মঙ্গলবার সকালে আলহাজ্ব ফরিদ উল্লাহর চানপাড়াস্থ বাড়ির প্রাঙ্গণে উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ আব্দুছ ছাত্তার খানের সভাপতিত্বে ও মাওঃ এখলাছুর রহমান রিয়াদের পরিচালনায় মতবিনময় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উল্লাহ, সর্বদলীয় উলামা পরিষদ নেতা প্রিন্সিপাল মাওঃ আব্দাল হোসেন খান, মাওঃ আলী হায়দার, বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ বশির আহমদ, জেলা জমিয়ত নেতা মাওঃ আফরুজ আল-হাবীব, মাওঃ ডা. মোঃ বশির আহমদ, মাওঃ রফিক আহমদ, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ মুখলিছুর রহমান, সহসভাপতি মুফতী আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুজিবুর রহমান, মাওঃ গোলাম কাদির, মাওঃ ছাদিক আহমদ, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ রৌশন ইজদানী, মাওঃ ইয়াহিয়া, মাওঃ জালাল উদ্দিন জালালী, মাওঃ আলাউদ্দিন প্রমূখ। সভায় জমিয়ত নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ বশির আহমদকে সমর্থন করেন এবং ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা আহ্বান জানান।