স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সাভারে রানা প্লাজা ট্রাজেডিতে নিহত হবিগঞ্জের ১৬ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের সংগঠন বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন। এ উপলক্ষ্যে গতকাল রোববার বেলা ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, পুলিশ সুপার কামরুল আমীন, বৃন্দাবন সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য। সংগঠনের সদস্য সচিব আবু সাঈদ চৌধুরী কুটির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনায় ছিলেন নাট্য সংগঠক, কবি রুমা মোদক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন- রানা প্লাজার ট্রাজেটির মতো দেশের প্রতিটি দূর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন। প্রবাসীদের এগিয়ে আসার বিষয়টি দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। পরে অতিথিবৃন্দ রানা প্লাজার ট্রাজেডিতে হবিগঞ্জের নিহত ১৬টি পরিবারের সদস্যদের মধ্যে ২৮ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।