মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না ! শচীন্দ্র কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীগঞ্জে অর্ধশতাধিক স্থানে চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১০ প্রফেসর রহমানের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল পেলেন এথিক তারুণ্য সম্মাননা লাখাইয়ে ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কোর্ট এলাকা থেকে পকেটমার আটক বিএনপি’র কাদেঁ ভর করে আওয়ামীলীগ নেতাদের বালু সিন্ডিকেট, নবীগঞ্জে কুশিয়ারা নদীর বালু উত্তোলনের মহাউৎসব

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ রমজান। রমজান মাস মুবারক বা বরকতের মাস, প্রাচুর্য ও সমৃদ্ধির মাস। এ মাসে কোনো একটি ভালো কাজ করলে, ইবাদত বন্দেগী করলে তার সওয়াব অন্যান্য মাস অপেক্ষা অধিক গুণ বেশী পাওয়া যায়। হযরত সালমান ফারসী রাদিআল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তা’আলার নৈকট্য লাভের আশায় এই মাসে একটি নফল আদায় করবে সে অন্য মাসে একটি ফরয আদায়ের সমতুল্য সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরয আদায় করবে সে অন্য মাসে ৭০টি ফরয আদায় করার সমতুল্য সওয়াব লাভ করবে।
আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেনঃ হে মানুষ! তোমরা তোমাদের সেই রব এর ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের বিছানা এবং আকাশকে ছাদ করেছেন ও আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনেশুনে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। (সূরা বাকারাঃ আয়াত ২১-২২)। তিনিই তো আল্লাহ, তোমাদের রব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনিই সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদত করো, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক, (সূরা আন আম আয়াত ১০২), আকাশমন্ডলী ও পৃথিবীর গায়েবের জ্ঞান আল্লাহরই এবং তারই নিকট সব কিছু প্রত্যানীত হবে। সুতরাং তুমি তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো। তোমরা যা করো সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। (সূরা হূদ আয়াত ১৩)। সুতরাং তুমি তোমার রব এর সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রব এর ইবাদত করো। (সূরা হিজরঃ আয়াত ৯৮-৯৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com