স্টাফ রিপোর্টার ॥ আজ ৪ রমজান। রমজান মাস মুবারক বা বরকতের মাস, প্রাচুর্য ও সমৃদ্ধির মাস। এ মাসে কোনো একটি ভালো কাজ করলে, ইবাদত বন্দেগী করলে তার সওয়াব অন্যান্য মাস অপেক্ষা অধিক গুণ বেশী পাওয়া যায়। হযরত সালমান ফারসী রাদিআল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তা’আলার নৈকট্য লাভের আশায় এই মাসে একটি নফল আদায় করবে সে অন্য মাসে একটি ফরয আদায়ের সমতুল্য সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরয আদায় করবে সে অন্য মাসে ৭০টি ফরয আদায় করার সমতুল্য সওয়াব লাভ করবে।
আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেনঃ হে মানুষ! তোমরা তোমাদের সেই রব এর ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের বিছানা এবং আকাশকে ছাদ করেছেন ও আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনেশুনে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। (সূরা বাকারাঃ আয়াত ২১-২২)। তিনিই তো আল্লাহ, তোমাদের রব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনিই সব কিছুর স্রষ্টা, সুতরাং তোমরা তার ইবাদত করো, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক, (সূরা আন আম আয়াত ১০২), আকাশমন্ডলী ও পৃথিবীর গায়েবের জ্ঞান আল্লাহরই এবং তারই নিকট সব কিছু প্রত্যানীত হবে। সুতরাং তুমি তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো। তোমরা যা করো সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। (সূরা হূদ আয়াত ১৩)। সুতরাং তুমি তোমার রব এর সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার রব এর ইবাদত করো। (সূরা হিজরঃ আয়াত ৯৮-৯৯)।