স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের অব্যাহত অভিযানে গতকাল ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের পরিচালনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটককরা হয়। সদর থানার এসআই সাহিদ আনোয়ারপুর বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে শহরের রাজনগর কবরস্থান রোডের আব্দুর রহমানের পুত্র সুমন মিয়া (২৪) কে আটক করেন। তার নিকট থেকে ২০পিস ইয়াবাহ উদ্ধার করা হয়। এএসআই হরিধনের নেতৃত্বে পুলিশ হরিপুর রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে মৃত গনেশ রবি দাসের পুত্র অনন্ত রবি দাস (২০)কে আটক করে। এ সময় তার নিকট থেকে ৩’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এসআই আবু নাইমের নেতৃত্বে পুলিশ শহরের মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে বড়বহুলা গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র আব্দুল হান্নান (৪৭)কে ১৪ লিটার সহ আটক করেছে। এআই ধ্র“বেশ দাসের নেতৃত্বে পুলিশ কামড়াপুর পয়েন্টে অভিযান চালিয়ে লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত নারায়ন দাসের পুত্র মিঠুন দাস (১৯)কে ১৭ লিটার মদ সহ আটক করেছে।