প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের সমুদয় পৌরকর পরিশোধ করায় জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব জি, কে গউছ। রবিবার দুপুরে মেয়রের পক্ষ থেকে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দেন হবিগঞ্জ পৌরসভার কর আদায়কারী ইসরাত জাহান নীলা। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের সমুদয় পৌরকর ১ লাখ ২৭ হাজার ২শ টাকা আদায় করায় জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন ও পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।