নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে আলোচিত বউ-শ্বাশুড়ি হত্যাকান্ডের ঘটনায় অতিদ্রুত রহস্য উদঘাটন করায় পুলিশ প্রশাসনের প্রতি প্রকাশ করেছেন মামলার বাদী ডাঃ নজরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আগামী দিনে মামলা পরিচালনায় এবং আসামীদের উপযুক্ত শাস্তির জন্য সকলের সহযোগিতা চাই। একই সঙ্গে নিহত তার বোন রুমি বেগম ও শ্বাশুড়ি মালা বেগমের রূহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।