সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

নবীগঞ্জে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ছোট পিরোজপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। আহত অবস্থায় আব্দুল কাইয়ুম (৬০) ও মৌলদ হোসেন (৭০) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের মৌলদ হোসেন ও শিশু মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়ের মধ্যে মামলা পাল্টা মামলা রয়েছে। এর জের ধরে গতকাল বুধবার দু’পুক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করে। পরে এলাকাবাসী চেষ্টায় পরিস্থতি নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com