নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী হলেন, ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের পুত্র আনসার উদ্দিন (৪০)।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইনাতগঞ্জ পূর্ববাজার মসজিদ এর নিকট থেকে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫২ পিস।
পুলিশ সূত্রে জানা গেছে, আনসার উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন। ওই রাতে তিনি ইয়াবাসহ ইনাতগঞ্জ পূর্ববাজার মসজিদ এর নিকট অবস্থান করছিলেন। সোর্সের মাধ্যমে খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছুদ্দিন খাঁন, এসআই এমরান ও এ এসআই বিশ^জিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।