এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে একটি মন্দিরের দানবাক্স চুরি ও মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে কোন একসময় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামে শ্রীশ্রী শ্মশানকালী মন্দিরে এ ঘটনাটি ঘটেছে।
গ্রামের বাসিন্দারা জানান, ওই গ্রামের কয়েকশতাধিক হিন্দু ধর্মাবলম্বী লোক এই মন্দিরে নিয়মিত পূজা পালন করে থাকেন। গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূর্তি ভাংচুর ও দানবাক্স চুরি করে নিয়ে যায়। গতকাল শনিবার সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে গতকাল শনিবার হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম, ওসি (অপারেশন) নুরুল ইসলাম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি মেম্বার নুরুল হক উপস্থিত ছিলেন। এ ঘটনাকে চুরি বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নবীগঞ্জ থানা পুলিশ।
এদিকে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তীর দাবী জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ।
এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু ঘটনাটি রাতের আধারে সংঘটিত হয়েছে। কে বা কারা এর সাথে জড়িত তা এখনো কর্তৃপক্ষ শনাক্ত করতে পারেনি। অভিযোগ দেওয়া হলে তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।