শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ॥ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট উৎক্ষেপন হওয়ায় প্রধানমন্ত্রী ও জয়কে অভিনন্দন ॥ রাসেল জেলা আ.লীগের সদস্য মনোনীত

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার মধ্যরাতে জাতির স্বপ্নের ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার বেলা ১২টায় টাউন হল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি’র পরিচালনায় সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলকে জেলা আওয়ামীলীগের সদস্য মনোনীত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উদ্বোধন হওয়ায় বাংলাদেশ উন্নত দেশের সমমানের তরঙ্গ সুবিধা পাওয়ার কাতারে প্রবেশ করেছে। ‘বর্তমান বিশ্বের উন্নয়ন-অগ্রগতি অনেকটাই নির্ভর করে উন্নত যোগাযোগ প্রযুক্তির ওপর। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আমাদের লক্ষ্য শিগগিরই উন্নত দেশে প্রবেশ করা। এই উন্নত দেশে প্রবেশের ক্ষেত্রে নিজস্ব উপপ্রহ-প্রযুক্তি বাংলাদেশের সামনে সম্ভাবনার এক বিশাল দ্বার উন্মুক্ত হয়েছে। এটি বাংলাদেশের মর্যাদাও অনেক বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, কেউ সাহসও করেনি, স্যাটেলাইটের মতো বিশাল এক বিষয়ে হাত দেওয়ার। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অনন্য অর্জনের জন্য জেলা আওয়ামী লীগের নেতবৃন্দ প্রধানমন্ত্রী এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ষক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। সভার শুরুতেই আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়াসহ প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে সভায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলকে জেলা আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকালের ওই সভায়ই তাকে এই সদস্য পদ প্রদান করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডঃ আলমগীর ভূইয়া বাবুল এর মৃত্যুতে তার শূন্যপদে জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদির চৌধুরীকে সহ-সভাপতি পদে উন্নীত করা হলে একটি সদস্যপদ শূন্য হয়। মোস্তফা কামাল আজাদ রাসেলের নাম সদস্য হিসাবে অন্তর্ভুক্তিতে প্রস্তাব আসলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
মোস্তফা কামাল আজাদ রাসেল এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি ছাড়াও সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত। জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করায় মোস্তফা কামাল আজাদ রাসেল জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপিসহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একজন মুজিব সৈনিক হিসাবে দলের সকল কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com