নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে ওই কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদ। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কমিটি দু’টির অনুমোদন দেন। উপজেলা ছাত্রলীগের কমিটিতে শাহ ফয়সল তালুকদারকে সভাপতি ও মাহবুবুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটিতে মোঃ বাবলু আহমেদকে সভাপতি ও সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য শুভ্রকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে করে নবীগঞ্জ উপজেলার সর্বত্র ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা যায়, ২০১৬ সালে আবু সালেহ জীবনকে সভাপতি এবং সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হলেও তাৎক্ষনিক এক নির্দেশে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কার্যক্রম দীর্ঘদিন সস্থগিত থাকার পর গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে শাহ ফয়সাল তালুকদার ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান রাজু এবং নবীগঞ্জ পৌর ছাত্রলীগে মোঃ বাবলু আহমেদকে সভাপতি ও সিদ্বার্থ শংকর ভট্রাচার্য শুভকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।